মালবোঝাই ট্রাকসহ সেতু ভেঙে পড়ল তুরাগ নদে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:২৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মালবোঝাই ট্রাকসহ বিআরটি প্রকল্পের একটি অস্থায়ী বেইলি সেতু তুরাগ নদের ওপর ভেঙে পড়েছে।
শনিবার প্রথম প্রহরে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে বিকল্প পথে।
ঢাকার আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গীর মাঝখান দিয়ে বয়ে গেছে তুরাগ নদ। নদের ওপর দিয়ে যান চলাচলের জন্য আছে বিআরটি প্রকল্পের বিশাল উড়ালপথ ও সেতু। তার নিচেই অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল দুটি বেইলি সেতু। এর মধ্যেই একটি সেতু ভেঙে পড়েছে।