চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:১৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকার সাভারে একটি চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় তাদের ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ডাকাতি হয়।
আশুলিয়া থানার এসআই অলক কুমার দে বলেন, ঘটনার খবর পেয়ে মহাসড়কের বিশমাইল এলাকা থেকে বাসের চালক ও সহকারীকে আটক করেছে একদল শিক্ষার্থী।
ছুরিকাঘাতে আহত যাত্রীদের মধ্যে শামীম হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসযাত্রী ও তাদের স্বজনরা জানান, ওয়েলকাম পরিবহনের বাসটি উলাইল স্ট্যান্ড পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এর মধ্যে একজন বাধা দেয়ায় তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা। সেই আতঙ্কে অন্যরা যার কাছে যা ছিল সব দিয়ে দেয়।