চব্বিশের গণঅভ্যুত্থান
মুগ্ধসহ ঊনিশ শহীদ পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ২৬ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০১:১২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার উত্তরা ও মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি রাজধানীর উত্তরায় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ঊনিশটি শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে।
আজ শনিবার দুপুরে (২৬ অক্টোবর) রাজধানী ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে (আঞ্চলিক পাসপোর্ট অফিসের উল্টো পাশে) শোকাহত এসব পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
সভাপতিত্ব করেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আলী আব্বাস, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, মোঃ রুবেল আমিন।
আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক এসএ খোকন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিলন জাহান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশেমী দিপু, সদস্য আমান উল্লাহ আমান, মোবারক মিতুল ও তুহিন সরকার, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম দুলাল, সদস্য সচিব মোঃ জামান, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।
শহীদ ঊনিশটি শোকাহত পরিবারগুলো হলো : শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মোঃ সাইফুল ইসলাম, শহীদ আসাদুল্লাহ, শহীদ মোঃ আলী হোসেন, শহীদ নাজিমুদ্দিন, শহীদ রবিউল ইসলাম, শহীদ মোঃ জসিমউদদীন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ, শহীদ রাহাত হোসেন শরীফ, শহীদ জাহিদুজ্জামান তানভিন, শহীদ আসিফ হাসান, শহীদ মাহমিন জাফর, শহীদ সাংবাদিক নূর, শহীদ জুবায়ের, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ার, শহীদ তাজুল ইসলাম, শহীদ কবির, শহীদ রিদোয়ান শরীফ রিয়াদ জয় ও শহীদ সাগর গাজী।
প্রসঙ্গত, উত্তরার প্রিয়াঙ্কা সিটিতে অনুষ্ঠান শেষে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর বাসায় গিয়ে তাঁর শোকাহত পরিবারের সাথে মতবিনিময় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন প্রতিনিধি দলটি।
দিনকাল/এমএইচআর