‘অবহেলিত, ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে’ : লালপুরে টিপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:৩৮ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
অবহেলিত ত্যাগী পরীক্ষিত বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে এবং তরুণদের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়ায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু'র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু।
সভায় বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (কালাম মাষ্টার), বাগাতীপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, দয়ারামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনছার আলী, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধা, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান চাঁন মোহাম্মদ, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, আব্দুলপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আমিনুল হক টমি, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদ্যুৎ ,গোপালপুর পৌর যুবদল আহবায়ক আবুল খায়ের এ কে, লালপুর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন মিলটন, লালপুর উপজেলা যুবদলের সদস্য আমিনুল ইসলাম বুদ্দু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদার, লালপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ মঞ্জু আহম্মেদ রয়েল প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর