৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাসানী মেলা উদ্বোধন
আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা ছিলেন মাওলানা ভাসানী : সন্তোষে শিমুল বিশ্বাস
সোহেল সামি, দিনকাল
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১২:০৪ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
শুধু বাংলাদেশ নয়, আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত মজলুম জননেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপি অনুষ্ঠিত ভাসানী মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানার স্মৃতি-চাড়ণ করতে গিয়ে শিমুল বিশ্বাস বলেন, মাওলানা ভাসানীর দেশপ্রেম, মানুষের জন্য মমত্ববোধ, তাঁর অতি সাধারণ জীবন থেকে আমাদের রাজনীতিকদের শিক্ষা নিতে হবে। ক্ষমতার মোহ কখনো তাকে স্পর্শ করতে পারেনি। বারবার ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকলেও তিনি সাধারণ মানুষের কাতারে অবস্থান নিয়েছেন।
ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের কথা স্বরণ করে শিমুল বিশ্বাস বলেন, 'আচ্ছালামুয়ালাইকুম' বলার মাধ্যমে মাওলানাই প্রথম তৎকালীন পাকিস্তানি শাসন ও শোষণের বিদায় জানিয়ে দিয়েছিলেন।
শিমুল বিশ্বাস বলেন, মাওলানা শহীদ জিয়াকে পছন্দ করেছিলেন কেবল তাঁর গভীর দেশপ্রেম আর নির্মোহ জীবনাদর্শ দেখে। অথচ সমসাময়িক হওয়ার পরেও তিনি কখনোই শেখ মুজিবের রাজনীতি পছন্দ করেন নাই।
বিপ্লব পরবর্তী দেশ গড়ার ক্ষেত্রে মাওলানা ভাসানী, একই ধারাবাহিকতায় শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের সেক্রিফাইসের কথা স্বরণে রেখে নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন বেগম জিয়ার এই বিশেষ সহকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সেক্রেটারি অ্যাড. ফরহাদ ইকবাল।
বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদল আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, ছাত্রদল আহ্বায়ক দূর্জয় হোড় শুভ প্রমূখ।
মাওলানার ৪৮ তম মৃত্যু বার্ষিকীর আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দীন, সঞ্চালনায় ছিলেন ভাসানী ছাত্র ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন টিভি ও বেতারের শিল্পীবৃন্দ।
দিনকাল/এমএইচআর