মোদিকে ৬৫ মণ আম উপহার শেখ হাসিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ এএম, ৫ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬৫ মণ আম পাঠানো হয়েছে।
আজ রবিবার দুপুরে বাংলাদেশি ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে উপহারের এ আম পাঠানো হয়। বাংলাদেশ-ভারত নোম্যানস ল্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টনে করে আমের এ চালান পাঠানো হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও বন্দরের উপপরিচালক আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন।