শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন নয় : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:২০ এএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন নয়। নির্বাচন হতে দেয়া হবে না। আগে তাকে ক্ষমতা থেকে সরিয়ে তার পর নির্বাচনের কথা। তিনি বলেন, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আন্দোলনের কর্মসূচি আসছে। সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনে আমাদের জয়ী হতে হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের যেভাবে মঞ্চ ভেঙ্গে ধপাস করে পড়ে গেছে ঠিক সেভাবে এ সরকার একদিন ধপাস করে পড়ে যাবে। বিএনপির একটাই কাজ শেখ হাসিনাকে বিদায় করে এদেশের গণতন্ত্র উদ্ধারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লড়াই করে যাচ্ছে।
দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, কোনো ব্যাংকে টাকা নাই। লুটপাট দুর্নীতির মাধ্যমে শেষ করে দিয়েছে যার ফলে ব্যবসায়ীরা আজ এলসি খুলতে পারছে না।
তিনি এসময় দলীয় নেতাকর্মীদের বলেন, আমাদের গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা সকলেই প্রস্তুত হন।
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর সদর রোড বিএনপি অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী হায়দার বাবুল ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা বিএনপির দক্ষিণ সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ অহমেদ খান প্রমুখ ।
এর আগে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থোকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে এসে সমাবেশে যোগ দেয় ।