নগদে ডিজিটাল জালিয়াতি ২৩৫৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৫২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ডিজিটাল মানি ওয়ালেট নগদে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে।
এসব কারণে হিসাব মিলছে না ২ হাজার ৩৫৬ কোটি টাকার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে, তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে।
নগদ লিমিটেড তাদের অনিয়ম জালিয়াতি প্রকাশ বন্ধ করতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে এবং সরকারের অনেক সুবিধাবাদীদের দ্বারস্থ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নগদ ডিজিটাল ওয়ালেট নিয়ে ধোয়াশা কাটছে না। কখনো ডাক বিভাগে প্রতিষ্ঠান বলা হচ্ছে নগদকে। কখনো বলা হচ্ছে নগদ লিমিটেড। কখনো বলা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান হলো নগদ এবং ইলেকট্রনিক মানি বা ই-মানির মাধ্যমে আওয়ামী লীগের দোসররা অর্থপাচার করেছেন নগদের সহায়তায়।