শিগগিরই চালু হচ্ছে ৬ চিনিকল : স্থগিতাদেশ প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:৪১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) অধীন ৬টি চিনিকলের আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের বিএসএফআইসি অধিশাখা উপসচিব আফরোজা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) অধীন ৬টি (শ্যামপুর, সেতাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড় ও রংপুর) চিনিকলের আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রদান করা হয়। মাড়াই স্থগিতকৃত চিনিকলসমূহ পুনরায় চালু করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। সেই টাস্কফোর্সের সুপারিশ ও মতামতের ভিত্তিতে ১ম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় পর্যায়ে পাবনা ও পঞ্চগড় চিনিকল, তৃতীয় পর্যায়ে রংপুর ও কুষ্টিয়া চিনিকলের মাড়াই কার্যক্রম চালু করার জন্য স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
বিষয়টি নিয়ে টাস্কফোর্সের সদস্য মোশাাহিদা সুলতানা ঋতু নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জে মাড়াই কার্যক্রম পুনরায় চালুকরণের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। স্বৈরাচারী সরকার পতনের পর শ্রমিক ও কৃষক সংগঠন ও চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সঙ্গে সম্মিলিতভাবে আমরা একটি টাস্কফোর্স গঠন করেছিলাম। গত কয়েক মাস টাস্কফোর্সের সদস্য ও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিকল্পনা ও প্রকৌশল বিভাগের সাথে কাজ করে আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে চিনিকল পুনরায় চালুকরণের সুপারিশ করি। যেকোনো কিছু নিয়ে লেগে থাকলে তা হবেই - এই উপলব্ধি অনেক অনেক আনন্দের। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে অনেক কৃষক ও শ্রমিককে উপকৃত করবে। দেশের চিনিশিল্প যেন সামনের দিনে এগিয়ে যায় এই প্রত্যাশা নিয়ে টাস্কফোর্সের সদস্য হিসেবে সামনে আরও পরিবর্তনের আকাক্সক্ষায় থাকছি।