ডাকাতিসহ একাধিক মামলার আসামী মিজান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ এএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৫:১০ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
পাইকগাছা থানা পুলিশ ডাকাতিসহ একাধিক মামলার দূধর্ষ আসামী মিজানকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে তার নিজ পৌরসভার সরল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
সে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের সরল এলাকার মৃত শামসুদ্দিন গাজীর ছেলে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, আসামী মিজান একজন দুর্ধর্ষ ডাকাত।
সে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের গদাইপুর মোড় থেকে কার্তিকের মোড় অভিমুখে পিচের রাস্তায় গাছের গুড়ি ফেলে ট্রাক, কিং ফিসার পরিবহন ও একটি ইজিবাইক আটকিয়ে অস্ত্রের মুখে দামি মোবাইল, নগত টাকা লুট করে নেয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে।
এ ঘটনায় পেনাল কোর্ড ১৮৬০ এর অধিনে ৩৯৪ ধারা সংশোধিত ৩৯৫/৩৯৭ ধারার অপরাধে পাইকগাছা থানায় গত ১৫ ডিসেম্বর এফআইআর নং ১১ রেকর্ড হয়। যার জি আর নং ৩৬৪, তারিখ ১৫/১২/২০২০।
তিনি আরো জানান, আটক মিজানের নামে ডুমুরিয়া থানায় ১ টি ও পাইকগাছা থানায় আরো ৬ টি মামলা রয়েছে। আসমীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ আদালরতে প্রেরণ করা হয়েছে।