ভালুকায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০৯ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খানের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলার প্রতিবাদ এবং স্থানীয়দের হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে এ কর্মসুচী পালন করে ক্ষুব্ধ এলাকাবাসী।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তাগন বলেন চেয়ারম্যানের ভাবমুর্ত্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি কাল্পনিক অভিযোগে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের হয়রানী বন্ধ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, সম্প্রতি বনের গাছ কাটার অভিযোগে ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খানকে প্রধান আসামী করে ৩জনের নামোল্লেখ ও ১৫/২০জনকে অজ্ঞাত দেখিয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা(নং-৩১, তাং, ১৬/৫/২১) দায়ের করে স্থানীয় বন কর্মকর্তা।
অভিযুক্ত অন্যরা হলো সুরুজ মিয়া ও খলিলুর রহমান। বক্তাদের দাবী, হাজির বাজার ক্যাম্প ইনচার্জ একেএম সাফেরুজ্জামান ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বিট কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে চেয়াম্যানের কাছে ঘুষ দাবী করেন। ঘুষের টাকা না পেয়ে অন্য কারো প্ররোচনায় উদ্যেশ্য প্রনোদিত ভাবে চেয়ারম্যানকে হয়রানী করতে এ মামলা সাজানো হয়েছে।
মামলার অভিযোগে যে স্থানটির গাছ কাটা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে সেই জমিটি গেল দু’যুগ ধরেই একটি কোম্পানীর দখলে আছে। তারা বলেন, বন বিভাগের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। কেউ যদি নিজের জমিতেও ঘর করতে যায় বন বিভাগকে টাকা দিতে হয় অন্যথায় অহেতুক হয়রানী মুলক মিথ্যা মামলা দেয়া হয়।
এভাবে চক্রটি যেমন বেপরোয়া তেমনি স্থানীয়রাও জিম্মি। মানববন্ধন কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য বুলবুল হোসেন খান, রফিকুল ইসলাম, ফারুখ হোসেন, হাফিজুল ইসলাম, সোহেল রানা, আবুল হোসেন খান, আঃ ওয়াহাব, মহিলা মেম্বার রহমত আরা খানম, এলাকাবাসী কামরুল ইসলাম, আসাদুজ্জামান,খোকন হোসেন, আব্দুর রশীদ, মোঃ রিপন মিয়া প্রমুখ।