চট্টগ্রামে পৃথক ঘটনায় নিহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৭ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৪:০৩ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রামে পৃথক ঘটনায় ৬ নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কাজী আবুল হাশেম আবু (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে কাজী মো. মহসিন বলেন, সকালে ত্রিপুরা সুন্দরী পাহাড়ের পাদদেশে আমাদের কৃষি জমিতে বাবা কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগে ১০-১৫টির বন্যহাতি আমার বাবাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কৃষক আবু জাফর চৌধুরী জানান, প্রতি বছর ধান পাকলে বন্যহাতির দল লোকালয়ে এসে ফসলের ব্যাপক ক্ষতিসহ অনেক কৃষককে এভাবে মেরে ফেলেছে। বন বিভাগকে হাতি তাড়ানোর জন্য কৃষকরা অনুরোধ করলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে ত্রিপুরা সুন্দরী এলাকার শত শত কৃষক জানমালের ক্ষতির সম্মুখীন হচ্ছে।
রাঙ্গুনিয়া বনরেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খাবারের সন্ধানে লোকালয়ের কাছে চলা আসা হাতিগুলো তাড়াতে আমরা চেষ্টা চালাচ্ছি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি বলেন, ত্রিপুরা সুন্দরী গ্রামে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে লুৎফুন নাহার পুতুল (২৮) নামে দুই সন্তানের এক জননীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুতুল স্থানীয় ষাড় মিয়া মেম্বার বাড়ির প্রবাসী আবদুল মালেকের স্ত্রী। শনিবার (১৫ মে) রাত ১১টার দিকে ফখিরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
কিশোরীর লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে হালিমা আক্তার (১৭) নামের মানসিক প্রতিবন্ধী এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আভাখালী এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হালিমা ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের মেয়ে। সে ছয় নম্বর ওয়ার্ডে নানির বাড়িতে থাকত।
ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, মেয়েটি মানসিক প্রতিবন্ধী। সাথে মৃগী রোগও ছিল বলে জানা গেছে। সমাজসেবা অধিদফতর থেকে প্রতিবন্ধী ভাতাও পেত। ভোর রাতে খালের ওপর সাঁকো পার হতে গিয়ে সে পানিতে পড়ে যায়।
বাইকের সংঘর্ষে নিহত ২
ঈদের দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) ও রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ পদক্ষেপ অফিসের সামনে ধামাইরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে দুই মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই এই দু’জনের মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত মোটরবাইক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডে গলায় ফাঁস দিয়ে বনানী রানি (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত বনানী রানি বাগেরহাট জেলার হৃদয় হালদারের স্ত্রী। শুক্রবার (ঈদের দিন) সকাল সাড়ে ১১টার দিকে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত বনানীর মা আরতি রানি বলেন, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার, ব্যাপক মারধরসহ বিভিন্ন সময়ে নির্যাতন করতো। আমাকেও তারা নানাভাবে অপমান করেছে। গত ছয় মাস ধরে মেয়েকে আমার কাছে আসতে দিতো না। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তারা আমার মেয়েকে খুন করেছে।
পুলিশ অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত অবস্থায় বনানীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।