ঈদ উপলক্ষে তারেক রহমানের পক্ষে লাকসামের দুই গুম পরিবারের সাথে বিএনপি নেতাদের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ পিএম, ১৫ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় (রাজনৈতিক) সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার নেতৃত্বে ৭ বছরের বেশী সময় যাবত নিখোঁজ থাকা লাকসামের সাবেক এমপি, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল হিরু ও পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে সহানুভুতি প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ।
দুই গুম পরিবারের পক্ষে বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান নিখোঁজ সাইফুল ইসলাম হিরুর সহধর্মিণী ফরিদা ইয়াছমিন হাসি ও একমাত্র ছেলে রাফসান ইসলাম। নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের বাড়ীতে বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান হুমায়ুন পারভেজের সহধর্মিণী শাহনাজ আক্তার, ছোট ভাই লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক, একমাত্র ছেলে শাহরিয়ার কবির রাতুল। কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই গুম পরিবারের সদস্যদের মধ্যে এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আবেগআপ্লুত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদে তাদেরকে স্বরন করায় তারা পরিবারের পক্ষ থেকে তারেক রহমান ও আগত বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম, এডভোকেট মাসুদ হোসেন টিপু, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান বাদল, সদস্য সচিব তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, আহসান উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বেলাল রহমান, মনির আহমেদ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বতম সাহা বিশু, পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকী মিল্টন, যু্বদল নেতা ফখরুজ্জামান পাটওয়ারী, কফিল উদ্দিন, বিদ্যুৎ সিংহ, মাহবুবুল হক মনু, পৌরসভা স্বেচ্ছাসেবক সেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক, ছাত্রদল নেতা ইয়াছিন ফাহাদ, তারেক আজিজ, রনি, ও তাঁতী দল নেতা আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০১৩ সালের ২৭ নভেম্বর র্যাব পরিচয়ে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির দুই শীর্ষনেতা হিরু-হুমায়ুনকে তুলে নেয়ার পর অদ্যবধি তাদের সন্ধান পাওয়া যায়নি।