বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীর সুস্থতা কামনায় বাগমারা নরদাশ ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০১ এএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী ও রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গতকাল বুধবার বাগমারা উপজেলাধীন নরদাশ ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি'র সদস্য শাহীন রেজা, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি'র সদস্য জুলফিকার আলী বাচ্চু, অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি নেতা মীর মাসুদ, আনোয়ার , ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুল মতিন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মান্নান, রুবেল, সোহেল রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জ্বল রহমান, যুগ্ন আহ্বায়ক নাজমুল হোসেন, রাজু আহমেদ, সেলিম রেজা,মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম বোরহান, উপজেলা ছাত্রদলের সদস্য মেহেদী,উপজেলা ছাত্রদল নেতা রাকিব, মাইনুল, শাকিল, ইয়ামিন, রজব, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ফরিদ, সবুজ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান লাল্টু,সাবেক যুবনেতা দুলাল, নদাশ ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, হিটলার রহমান, রকিবুল ইসলাম,মুনজুর, নওশাদ, মাসুদ, ইউনিয়ন ছাত্রনেতা সুজন,তারেক আল জুবায়ের রনি আতিকুর রহমান ফয়সাল, মিম, প্রমিজ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো সহ গনতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।