শ্রীমঙ্গলে ভারতীয় মালামাল সহ পিকাআপ ভ্যান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০১:৩৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার বিদ্যাবিল নামক স্থান হতে ভারতীয় বিপুল পরিমান চশমা ও সানগ্লাসহ একটি পিকআপ ভ্যানে করে চোরাই মালমাল নিয়ে আসার সময় আটক করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নের্তৃত্বে এসআই জুনেদ আহমেদ, এসআই কাজী আরিফ আহমেদ সহ একটি বিশেষ টিমের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গতকাল শুক্রবার (৭ মে) ভোর রাতে শিববাড়ি বাজার থেকে মিনি পিকআপ চোরাচালানসহ এক জন আসামী আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা জানায় মো. শুভ (২০), পিতা : মৃত আব্দুল খালিক, মাতা : সানোয়ারা বেগম, সাং : মতিগঞ্জ (বিরাইমপুর), থানা : শ্রীমঙ্গল, জেলা : মৌলভীবাজার।
মোট ৯শত বত্রিশ বক্স চশমা মোট মূল্য ৯৪ লক্ষ ২৬ হাজার টাকা ও পিকআপের মূল্য ৮লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ ছিয়াত্তোর হাজার) টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।