কুমারখালীতে এক কৃষককে পিটিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের রাশিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে তারাপুর গোরস্থান পাড়ার মৃত জব্বার শেখের ছেলে রাশিদুল ইসলাম বিডিসির পাম্প থেকে পানি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে একটি মাঠে। সেই মাঠে প্রায় ২০ জন কৃষকের ১০ একর জমি রয়েছে। আহত রাশিদুল ইসলাম জানান, পানি দেওয়ার পাইপ কে কেন্দ্র করে আমাকে দীর্ঘদিন যাবৎ চাঁদ আলি নিষেধ করে আসছিল।
এটা সরকারি প্রকল্পের হওয়াতে আমি পাম্পের পাইপ সরাতে না করিই এবং এ বিষয়ে আমি উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) সকালে তদন্তের জন্য কুমারখালী থানা থেকে পুলিশ আমার বাসাতে যায়। পুলিশ আমার বাসা থেকে চলে আসার পরই দুপুর দুইটার সময় চাঁদ আলীর ছেলে আলাউদ্দিন ও আল-আমিন আমাকে অতর্কিতভাবে হামলা করে।
খবর নিয়ে জানা গেছে রাশিদুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। মাথায় গুরুতর আঘাত লাগায় কেটে যায় এবং সেখানে দশটি সেলাই করা হয়েছে।
সংবাদটি লেখা পর্যন্ত কুমারখালি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছিল বলে আহত রাশিদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে।