চট্টগ্রামে হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী থানায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখান এবং তাকে হাটহাজারীতে আসতে বলেন। ওই নারী পরে হাটহাজারী আসেন।
তাকে ২০১৯ সালের নভেম্বরে ফয়েজী বাসা ভাড়া করে দেন। এক বছর ধরে ভাড়া বাসায় অবস্থানকালে বিভিন্ন তারিখ ও সময়ে নারীকে ধর্ষণ করেন ফয়েজী। পরবর্তী সময়ে ওই নারী হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরে এক আত্মীয়ের বাসায় চলে আসেন।
এরপর ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
গত বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে ফয়েজীকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাটহাজারী থানায় হওয়া সহিংসতার এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বৃহস্পতিবার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে জাকারিয়া নোমান ফয়েজীর।
এ ছাড়া তিনি হাটহাজারীর সহিংসতার ‘মাস্টারমাইন্ড’ বলে জানান পুলিশি সুপার।