সুনামগঞ্জে সানি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ৫ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:২৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জে সানি সরকার (২২) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম- শোয়েব আহমদ (২০)। সে জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ব্যবসায়ী নিজাম উদ্দিনের ছেলে।
আজ বুধবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে শোয়েব আহমদকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ মে) রাত ১১টায় অভিযান চালিয়ে সিলেট বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে- গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সানি সরকার নামের এক যুবককে মারধর করে গুরুতর আহত করে শোয়েব আহমদ ও তার সহযোগীরা।
এঘটনার পর আশংকাজনক অবস্থায় সানি সরকারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার হয়। কিন্তু ঘটনার ৩দিন পর চিকিৎসাধীন অবস্থায় সানির মৃত্যু হয়।
সানি আহমদ জেলার ছাতক পৌরশহরের মন্ডলীভোগ ঘোষবাড়ীর এলাকার কাজল সরকারের ছেলে।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সানি আহমদের মৃত্যুর পর তার বাবা কাজল সরকার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় শোয়েব আহমদসহ তার এক সহযোগী নাইম আহমদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।