স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজরা অনেক ক্ষমতাধর-স্বাস্থ্য সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ এএম, ১৫ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজরা অনেক ক্ষমতাধর কিন্তু তাদের এ ক্ষমতা চিরস্থায়ী নয়। এসব দুর্নীতিবাজ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নেতাদের সাথে ঘুরে ও ছবি তুলে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থেকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। যদি তারা দেশকে ভালোবাসতো, তাহলে কিছু পরিবর্তন আসতো।
আজ (১৪ নভেম্বর) শনিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব এমএ মান্নান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আমাদের পেশার পরিচয় দিতে চাই না, পেশাকে পুঁজি করে রাজনীতির মাধ্যমে ফায়দা ঠিকই নেই, কিন্তু পেশাদারিত্বের মর্যাদা রাখি না। চাকরি করে নিজের গায়ের পোশাকের পরিচয় দিতে লজ্জা পাই। নার্সরা তাদের পেশার পরিচয় দিতে লজ্জা পায় অথচ পৃথিবীর যত মহামানব আছেন তাদের মৃত্যু হয়েছে নার্সদের কোলে। এর চেয়ে মহৎ পেশা আর কী হতে পারে।
এ সময় তিনি স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে দুঃখ প্রকাশ করে বলেন, সারা দেশে লাইসেন্সবিহীন ১ লাখ ৫১ হাজার ফার্মেসী ও ৩০ হাজার ক্লিনিক রয়েছে। এগুলো বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, একটি এমআর মেশিনের দাম ৭২ কোটি টাকা, একটি সিটিস্ক্যান মেশিনের দাম ১৮ কোটি টাকা যা সরকারি হাসপাতালে কিছু দিন ব্যবহার করার পরই নষ্ট দেখিয়ে বিক্রি করে দেয়া হয়। অথচ এগুলোই আবার বেসরকারি হাসপাতালগুলো নামমাত্র দামে কিনে নিয়ে যুগের পর যুগ চালিয়ে যাচ্ছেন। আমাদের দেশের সরকারি ড্রাইভারও কামলা রাখেন। কেননা তাদের আরো কয়েকটি বাড়ি রয়েছে বরং তারা নিজের জন্য আরো তিন থেকে চারজন করে ড্রাইভার রাখেন।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাদা এপ্রোন মর্যাদার প্রতীক। সরকারি গাড়ি নিজের কাজে ব্যবহার করবেন না। উন্নত দেশের চিকিৎসক ভুল চিকিৎসা করলে রোগীর কাছে ক্ষমা চান। এতে রোগী অন্তত মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসকের কথায় শান্তি পান। গ্রামের সাধারণ মানুষজন কোনো অন্যায় করেন না। তাদের প্রতি কোনো অবিচার করবেন না।
তিনি আরো বলেন, আমি কিশোরগঞ্জ জেলার সন্তান, কাজেই প্রথমে আমার নিজ জেলাকে দুর্নীতিমুক্ত রাখতে চাই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাছিরুজ্জামান। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মো: মজিবুর রহমান, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।