নীলফামারীতে শহীদ গোলাম রাব্বানী ভিলা হস্তান্তর করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ১০:১৯ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ গোলাম রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ীর চাবি ও জমির দলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) গোলাম রাব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।
নব-নির্মিত বাড়ীর নাম রাখা হয়েছে শহীদ গোলাম রাব্বানী ভিলা।
হস্তান্তর অনুষ্ঠানে বাড়িতে শহীদ গোলাম রাব্বানী ভিলা ফলক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারের শিকার হয়ে মৃত্যু হয় বিএনপি নেতা গোলাম রব্বানীর।
শহীদ গোলাম রাব্বানী ছিলেন নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।