প্রকাশ্যে মুজিব কোট পোড়ালেন আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১০:৩০ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রকাশ্যে নিজের মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। আজ রোববার দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে তিনি এ ঘটনা ঘটান।
ওই নেতার মুজিব কোট পোড়ানো ও পদত্যাগের ঘোষণার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুজিব কোট পোড়ানো ওই আওয়ামী লীগ নেতার নাম রেজাউল করিম। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য।