নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন ডিসি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৬:২৯ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এরমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।