হেফাজত নেতা হারুন ইজহার আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ২৯ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:২৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার একজন অফিস সহকারী।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই অফিস সহকারী বলেন, রাত ১২টার দিকে র্যাবের একটি দল হুজুরকে তাদের সঙ্গে যেতে অনুরোধ জানান। হুজুর তাদের সঙ্গে গেছেন। তার সঙ্গে মাদ্রাসার আর কেউ যাননি।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল মুফতি হারুন ইজহারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকজন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে নিজেদের হেফাজতে নিলো আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বেশিরভাগকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।