ময়মনসিংহে গৃহবধূ হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ২৬ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৫:২২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।
আজ সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার রেমি (১৮)। সে নগরীর ভাটি কাশর এলাকার বাসিন্দা মো: এমদাদুল হকের কন্যা।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার এস.আই জুলফিকার আলী। তিনি জানান, এ ঘটনায় যৌতুক ইস্যুতে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ময়না তদন্ত রির্পোট পেলে প্রকৃত রহস্য জানা যাবে।
নিহত সানজিদার চাচা আবেদ হোসেন জানান, বিগত এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার ইলেক্ট্রিসিয়ান শুভর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শুভ(২২) যৌতুকের জন্য সানজিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
নিহতের পিতা এমদাদুল হকের অভিযোগ, আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবি করছি।
তবে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।