গুরুদাসপুরে খালেক হত্যা মামলার আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩০ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:২১ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরে খালেক হত্যা মামলার ২ নম্বর আসামীকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক কলহের জেরে গত (৬ এপ্রিল) মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে নিহত খালেকের ভাই মালেক ও ভাতিজা আব্দুর রাজ্জাক তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই আসামীদের গ্রেফতারের জোড় তৎপরতা চলছিলো। গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামের একটি লিচু বাগান থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত আসামী আব্দুর রাজ্জাকের ভাইরার বাড়ি ওই এলাকায়। এ জন্য ভাইয়রার সাথে দেখা করতে আসলে তাকে কৌশলগত ভাবে আটক করা হয়। তবে প্রধান আসামী মালেক কে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।