কুষ্টিয়ায় হ্যান্ডকাপসহ ভুয়া র্যাব আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬ পিএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৯ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শরিফুল ইসলাম (৩২) ও রাজু আহম্মেদ (৩৩) নামে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছেন র্যাব-১২।
গতকাল মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলার জয়পুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল, ২৬০ পিচ ইয়াবা, ২৮গ্রাম হেরোইন, হ্যান্ডকাপ, র্যাবের ভুয়া পরিচয়পত্রসহ আরটিআর-১৬০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।
গতকাল সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-১ এর কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনা জানানো হয়।
আটককৃতরা হলো ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার ফতে আলী শেখের ছেলে শরিফুল ইসলাম ও দক্ষিণ ভবানীপুর এলাকার আসাদ মোল্লার ছেলে রাজু আহমেদ।
র্যাব ১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গাফারুজ্জামান বলেন, র্যাবের ভুয়া পরিচয়পত্র ও হান্ডকাপ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে শরিফুল ইসলাম ও রাজু আহম্মেদ বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করত।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের জুয়েল সাজী এর চায়ের দোকানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।