বায়েজিদে ছাত্রলীগ নেতা ইমন হত্যায় ১৯ জনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ এএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৪৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ছাত্রলীগের বিবদমান দুগ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে ইমন (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ১৯ জনকে আসামি করে এ মামলা করা হয়। নিহত ইমনের বাবা নুর কাশেম বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার সেকেন্ড অফিসার এসআই বিমল কান্তি দেব। আসামী সকলে ছাত্রলীগ নেতা কর্মী।
ওই পুলিশকর্তা বলেন, ‘নিহত ইমনের বাবা বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ১৯ জনকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ইমন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়। যেহেতু আমরা এজাহার পেয়ে গেছি, তাদেরকে এখন গ্রেফতার দেখানো হবে।’ আর মামলার তালিকায় অন্তর্ভুক্ত ১৯ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা হলেন মো. রুবেল (২৫), মো. সোহেল (২৯), মো. লিটন (২৮), মো. ফজর আলী (২৯), মো. আহসান কবির (২৬) ও মো. আহসান কবির (২৬)।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে আরেফিননগর মুক্তিযোদ্ধা কলোনির চার রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী ইমনকে। নিহত ইমন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং সাবেক ছাত্রলীগ নেতা সোহেল ওরফে পিস্তল সোহেলের কর্মী হিসেবে পরিচিত। তিনি স¤প্রতি ঘোষিত বায়েজিদ থানা ছাত্রলীগের পাল্টা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।