জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৮ পিএম, ৬ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শহরের সরদারপাড়াস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা মৎস্যজীবী দল।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জামালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহŸায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজি আব্দুল মালেক, হাবিবুল ইসলাম বুলু, ডাক্তার আব্দুর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শহর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বহুলুল মজনুসহ মৎস্যজীবী দলের জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।