পাঁচবিবি পৌরসভা নির্বাচন জটিলতার অবসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৩৬ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
সীমানা জটিলতার মামলায় দীর্ঘ প্রায় সাড়ে ৪ বছর যাবৎ আটকে থাকা জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচন। হাইকোর্টের রায়ে পৌর নির্বাচনের সকল বেড়াজাল ছিন্ন হয়।
পাঁচবিবি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা আসতে পারে নির্বাচন কমিশন (ইসি) থেকে অনেকের এমন মন্তব্য। সাধারণ ভোটাররা চান পৌরসভার উন্নয়নের স্বার্থে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ২০১৮ সালে এসআর/৭২ আইনের আওতায় পৌরসভার গণেশপুর, পাঠাবুকা, মহব্বতপুর, খাসবাগুরি ও করট্টির আংশিক অংশকে পৌরসভার অন্তর্ভুক্ত করণে গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।
মীর সাইদুর রহমান ওই গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন (১০০২৯/২০১৮)। এ বিষয়ে হাইকোর্ট ২০১৮ সালের আগষ্ট মাসে গেজেট নোটিফিকেশন বিষয়ে স্থিতিবস্থার আদেশ দেন। হাইকোর্ট আবারও ওই রায়কে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বর্ধিত করেন।
হাইকোর্টের এ স্থিতিবস্থার কারনেই পাঁচবিবি পৌরসভার নির্বাচন এতদিন বন্ধ ছিল। আপিল বিভাগে সহকারি এ্যাটর্নি জেনারেল সমেন্দ্রা নাথ বিশ্বের সিভিল পিটিশনের আলোকে ২০২১ সালে জানুয়ারীর ১৪ তারিখে হাইকোর্টের স্থিতিবস্থার অন্তর্ভুক্তকালীন আদেশটি পরবর্তীতে বর্ধিত করনে স্থগিত করেন। হাইকোর্টের এমন রায়ে পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সকল প্রতিবন্ধকতার অবসান হয়।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালে। পৌরসভা ও বালিঘাটা ইউনিয়নের সীমানা নির্ধারনে কোর্টের মামলা জটিলতায় আটকে যায় পৌরসভা নির্বাচন। এ কারণেই ২০১৬ সালের ০৬ মার্চ নির্বাচনের মেয়াদ পার হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, আমার জানামতে সীমানা জটিলতায় এতদিন পাঁচবিবি পৌরসভার নির্বাচন বন্ধ ছিল। হাইকোর্ট যদি স্থিতিবস্থার অন্তর্ভুক্তকালীন আদেশটি পরবর্তীতে বর্ধিত করনে স্থগিত করে তাহলে নির্বাচনে আর বাধা থাকবে না।