দিরাইয়ে ফসলরক্ষা বাঁধে ধস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:১৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শতভাগ কাজ শেষ না হতেই সামান্য বৃষ্টিতে দিরাইয়ে বাঁধে ধস দেখা দিয়েছে। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর উপ-প্রকল্পের বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজের ২৮ নং প্রকল্পে এ ধস দেখা দিয়েছে। সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার ফলে বাঁধের এ অবস্থা হয়েছে।
উক্ত প্রকল্পে বাজেট রাখা হয়েছে ১৪ লাখ, ৮১ হাজার ১শ টাকা। প্রকল্পের সভাপতি তছর উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব দোলন মিয়া চৌধুরী। বাঁধের ধসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনকনরে কাবিটা স্কীম বাস্থবায়ন ও মনিটরিং কমিটির।
কৃষকরা জানান, বাঁধের কাজ সঠিক সময়ে শেষ না করায় এবং বাঁধের মাটিকে দুরমুজ না করায় সামান্য বৃষ্টিতেই বাঁধের স্লোপ থেকে মাটি সরে যাচ্ছে। একটু বেশী বৃষ্টি হলেই এবারের বাঁধ ঠিকবে না।
পিআইসি সভাপতি তছর উদ্দিন চৌধুরী বলেন, এটা কোন সমস্যা নয়। সাইটে বাঁশ দিয়ে ঠিক করে দেব। আশা করি কোন সমস্যা হবে না।
দিরাই পওর ১ শাখার উপ-সহকারী প্রকৌশলী এ.টিএম মেনায়েম হোসেন বলেন, খবর পেয়ে প্রকল্প এলকায় অবস্থান করছি। নদীরদিকে জিও থেকে পিছলে বস্তা সড়ে যাচ্ছে। এখন আবার মেরামতের কাজ চলছে।