পীরগঞ্জে নির্বাচন সরঞ্জামবাহী গাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ৩০ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৪৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রংপুরের পীরগঞ্জে একটি ভোট কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়ে ৪ টি গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশের উর্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
জানা গেছে গত রোববার পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের দিন উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনার পর কেন্দ্রে নির্বাচন গ্রহনকারী ব্যাক্তিবর্গ নির্বাচনী সরঞ্জাম নিয়ে উৃপজেলা সদরে ফিরছিলেন। এ সময় কিছু সংখ্যক ব্যাক্তি প্রশাসনের ব্যবহ্রত গাড়িতে হামলা চালিয়ে ৪টি গাড়ি ভাংচুর করে । পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে নিরাপত্তাবাহিনীর সদস্য সহ ১০জন আহত হয় ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডং অফিসার আব্দুস সোবহান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থ পরিদর্শন করেছেন। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।