বোয়ালমারীতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে অটোচালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:২১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে সোহেল খান (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বনমালীপুর-নড়াইল রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল খান পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে। সোহেল ক্ষতিগ্রস্ত অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশাটি তিন টুকরো হয়ে দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
এলাকা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সোহেল খান অটোরিকশা নিয়ে বের হন। বনমালীপুর-নড়াইল রেলস্টেশন থেকে ৫০ গজ দূরে রেল ক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'র সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সোহেল খান মারা যান। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। নিহত ব্যক্তি তিন ভাই-বোনের মধ্যে মেজো ভাই ছিলেন।