রাতের আঁধারে চবিতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ পিএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০১:০২ এএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপপক্ষগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বিজয় এবং সিএফসির অনুসারী দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের অনুসারীরা। এর ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়।
সরিজমিনে দেখা যায়, বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী মোড়ে, সিএফসির অনুসারীরা আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়তে থাকে।
এ সময় রামদা, স্টাম্প, রডসহ বিভিন্ন আগ্নে অস্ত্র হাতে তাদের অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে, ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।