সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা আত্মসাতের মামলায় ৩ মুক্তিযোদ্ধা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান (৬৩), সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার (৬৫) ও সহযোগী অপু পাল (৪০)।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্ভর) দুপুরে সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোঃ বদরুল আলম তালুকদার সাংবাদিকদের জানান, জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মুক্তিযোদ্ধা পরিমল পাল ভারতে চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অন্যজনকে মুক্তিযোদ্ধা পরিমল সাজিয়ে ২ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাৎ করাসহ আরো অনেকের নামে ভুয়া বিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার ও সহযোগী অপু পাল।
এঘটনার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী বাদী হয়ে চলতি বছরের ৫ জানুয়ারী শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে এই মামলাটি সিআইডি তদন্ত করে এবং গত ১৬ মার্চ ওই ৩ মুক্তিযোদ্ধাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় তাদের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্ভর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এমতাবস্থায় গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নুরের আদালতে হাজির হয়ে অভিযুক্ত ৩ আসামী সাবেক কমান্ডার আতাউর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার ও সহযোগী অপু পাল জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন বিজ্ঞ বিচারক।