পদ্মা সেতুর পিলারের আবারো ফেরির ধাক্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:০৪ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে আবারো ফেরির ধাক্কা লেগেছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। তবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম। ফেরিটি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল বলে জানা গেছে।
এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন।