কুষ্টিয়ার চাঁদা না পেয়ে ভাংচুর করে মুদি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে চাঁদাবাজরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজার সংলগ্ন রশিদ এগ্রো'র সামনে এক মুদি দোকানে চাঁদার দাবিতে দোকানে লুটপাট ভাংচুর শেষে ওই দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে চাঁদাবাজরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই দোকান মালিক কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, বল্লভপুর মোনাব্বর মালিথার ছেলে আশরাফুলের মুদি দোকান (আশরাফুল রকমারী স্টোর) এ গত বৃহস্পতিবার বিকেলে আইলচারা গ্রামের হোসেনের ছেলে জিন্নাল শেখ, মজিবর বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর মটর সাইকেল যোগে এসে আশরাফুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা দোকানে ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
আশরাফুল জানায়, তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা নিয়ে গেছে এবং প্রায় ১০ হাজার টাকার মালামাল তছনছ করে ক্ষতিসাধন করেছে। এব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছে।