বরগুনায় ইউপি সদস্যকে হত্যার অভিযোগে চেয়ারম্যানের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ২৪ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১১:২৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনাউল ইসলাম টিটু হাওলাদার (৩০) হত্যার ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ জুলাই) নিহত ব্যক্তির স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি করেন।
এই মামলায় সরিষামুড়ি ইউপির চেয়ারম্যান ইমাম হাসান জোমাদ্দারকে ২১ নম্বর আসামি করা হয়েছে। ইমাম হাসান জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর ছোট ভাই রেজাউল ইসলাম টিটু জোমাদ্দারকে মামলার প্রধান আসামি করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এই তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তিনজন হলেন মো. ফয়সাল বিশ্বাস, মো. আনিস ও আবদুল মজিদ মোল্লা। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
১৯ জুলাই সকাল ১০টার দিকে আনাউল ইসলাম বেতাগীতে ইউপি সদস্যের বকেয়া ভাতার টাকা আনতে যান। দুপুর ১২টার দিকে বেতাগী সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার কাউনিয়া পোলেরহাট ইটভাটা এলাকায় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত পথরোধ করে তাঁকে মারধর করেন। তখন তিনি জীবন বাঁচাতে সড়কের পাশে খালে ঝাঁপ দেন। খাল থেকে তুলে তাঁর ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এরপর একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে তাঁকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যা মামলায় আসামি করা বিষয়ে ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের কাছে জানতে তাঁর মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর মামা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ইমাম চলাফেরা করতে পারেন না। গত নভেম্বরে রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর দুটি পা কুপিয়ে আলাদা করে দেয়। বর্তমান তিনি বাড়িতে আছেন। এমন অবস্থায় ইমামকে হত্যা মামলায় আসামি করা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে তাঁকে এই মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (বেতাগী-সদর সার্কেল) মেহেদী হাচান বলেন, বেতাগীতে সাবেক এক ইউপি সদস্যকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।