তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৪ পিএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৪ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জুনের শুরু থেকেই ছিল প্রস্তুতি জল্পনা-কল্পনা কিভাবে তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ১ম তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে করা যায়।
কিন্তু করোনার মহামারীর কারণে থমকে গিয়েছিল, সরকার ১৫ থেকে ২৩ তারিখ পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করায় আবারো ক্লাবের সাংবাদিকরা উদ্ভাসিত হয়, এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ই জুলাই তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা জমকালো আয়োজনে উদযাপন করা হয় তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গতকাল রবিবার (১৮ জুলাই) বিকাল ৩ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার, মনিরুল হক আজাহার, দামিহা ইউপি চেয়ারম্যান।
এতে সভাপতিত্ব করেন দৈনিক আজকের পত্রিকা সাংবাদিক ও তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকন্দ সোহাগ, সহ সভাপতি আজাহারুল ইসলাম চুন্নু কাজল, কাঞ্চন, গেন মিয়া।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ তার বক্তব্যে বলেন মানুষ মাত্রই ভুল, ভুলের উর্ধ্বে কেউ নয়, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশ গঠনে, উন্নত জাতি গঠনে ভূমিকা পালন করছেন। সামনের দিনগুলোতে উন্নত জাতি গঠনে সাংবাদিকরা কাজ করবেন এবং সরকারের উন্নয়নমূলক কাজ গুলো তুলে ধরবেন। দুর্নীতি অপরাধের সাথে যারা জড়িত তাদের নিউজ তুলে ধরবেন এমনটি প্রত্যাশা করেন তিনি।
এদিন সিনিয়র সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে সহনশীলতা ও পরস্পর ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে সকল দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।