আম পেয়ে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ এএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৭:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮শ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় (নোম্যান্সল্যান্ড) মুখ্যমন্ত্রীর পক্ষে এসব আনারস হস্তান্তর করেন ত্রিপুরার শিল্প বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা। চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ২য় সচিব উদত ঝা উপস্থিত থেকে উপহারের আনারসগুলি গ্রহণ করেন। ৮০টি কার্টনভর্তি ৩শটি আনারস একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এখানে ৮শ কেজি আনারস রয়েছে।
চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের ২য় সচিব উদত ঝা বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বর্পূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার এই রাজ্যের সুস্বাদু আনারস পাঠানোর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হলো। এরআগে চলিত মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩শ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাঠানো আনারসগুলি আজই ঢাকায় পৌঁছাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হবে। আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, ত্রিপুরার হার্টিকালচারের ড: ফণিভূষণ জমাতিয়া আগরতলা স্থলবন্দরের সমন্বিত ম্যানেজার দেবাশিষ নন্দী এ সময় উপস্থিত ছিলেন।