ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ১২শ কেজি আম পাঠালেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ এএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:১১ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ উপহার হিসেবে ১২০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার দিল্লিতে এসব আম তাদের কাছে পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
গত বছর থেকে শেখ হাসিনা ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি শুরু করেছেন। ওই বছরেও ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেসিসি) বৈঠকের একদিন আগে আম পাঠালেন প্রধানমন্ত্রী। জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার দিল্লি যাচ্ছেন। রবিবার দিল্লিতে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। গত বছরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও বাংলাদেশের লাগোয়া ভারতের অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আম উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই উপহার সব মহলেই দারুণ সমাদৃত হয়েছিল। ইতোমধ্যে রংপুরের ওই আম ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবারের গ্রীষ্মে আমের ভরা মৌসুমে বাংলাদেশ যে আমগুলোকে বিদেশে রফতানির জন্য বেছে নিয়েছে তার অন্যতম রংপুরের হাঁড়িভাঙা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় ফল যে আম, সে কথাও সুবিদিত। বছর তিনেক আগে ভারতে সাধারণ নির্বাচনের সময় এক সাক্ষাৎকারে বলিউড তারকা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি আম খোসা ছাড়িয়ে খান, নাকি গোটা আম চুষে খেতে পছন্দ করেন! সেই প্রশ্ন আর তার জবাব ভাইরাল হয়েছিল বেশ।