ডুমুরিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীর বিষপানে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ এএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ১১:১২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সুস্মিতা রায় (১৩) নামে এক স্কুল ছাত্রী।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ঘরে কীটনাশক পান করে আত্মহত্যা করে।
সুস্মিতা রায় ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের অসিত রায়ের মেয়ে। পুলিশ ও এলাকাবাসি জানায়, সুস্মিতা রায় উপজেলার হাসানপুর এইস এম পি কে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সাংসারিক কাজকর্ম নিয়ে তার মায়ের সাথে প্রায়ই ঝগড়া হতো। তাছাড়া রবিবার সকালে সুস্মিতা ও তার বোন সাজগোজ করা নিয়ে ঝগড়া করে। পরে তার মা সুস্মিতাকে বকাঝকা করে। তার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে ঘরের মধ্যে কীটনাশক পান করে। ঘটনা বুঝতে পেরে স্বজনেরা তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুস্মিতা বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান বলেন, সকালে সুস্মিতা ও তার বোন মেকাপ করা নিয়ে ঝগড়া করে। পরে মায়ের বকা খেয়ে সে অভিমান করে কীটনাশক পান করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।