ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ পিএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১১:২৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
নতুন শিক্ষাবর্ষের (২০২৩) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক হতে প্রত্যাহার করা হয়েছে। তবে বইটির অনুশীলন পাঠ দিয়ে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
আজ শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।
এর আগে আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। দুটি বই সংশোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন বইয়ে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেয়া হবে। এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে।’
মন্ত্রী আরো বলেন, ‘এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’