সুনামগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্ঠা: ১৮জনের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ এএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সুনামগঞ্জে আদিপত্য বিস্তারকে কেন্দ্র এক ইউপি সদস্যকে তার প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় ইউপি সদস্যের পায়ের রগ কেটে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল সোমবার (৭ জুন) রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম- বাবুল মিয়া (৪৮)। সে জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য ও এই ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের বাসিন্দা। আর এই হামলার ঘটনাটি ঘটেছে সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে।
আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে আহত ইউপি সদস্য বাবুল মিয়ার ভাগিনা মানিক মিয়া বাদী হয়ে তাদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী ফাজিলপুর গ্রামের ফয়ছল মিয়া, আলমগীর মিয়া, কাসেম মিয়া, রহমগীর মিয়া, সেলিমগীর মিয়া, হোসেঙ্গীর মিয়াসহ ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন- এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গত ১৬ মে নির্বাচনী প্রচারণা নিয়ে ইউপি সদস্য বাবুল মিয়ার লোকজন ফয়সাল মিয়া ও তার লোকজনের ওপর হামলা চালায়। এঘটনার প্রেক্ষিতে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এছাড়াও নদীতে চাঁদাবাজি নিয়ে দুইগ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল বলে জানাগেছে।