বোচাগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৩১ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৭:২৪ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আজ সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে আগামী ৫জুন থেকে ১৯জুন পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এছাড়াও বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মাহাফুজ, উপজেলা শিক্ষা অফিসার আবু সায়েম মোঃ তৌহিদুল ইসলাম, সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইমাম প্রতিনিধি ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ৫জুন থেকে ১৯জুন পর্যন্ত ৬থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল ও ১২ থেকে ৫৯মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।