রাজনৈতিক কর্মসূচি নিয়ে লেবানন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৪৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গতকাল রবিবার(২৯ জানুয়ারি) আওয়ামী লীগের সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করা সময়ে বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান।
সভায় উপস্থিত ছিলেন, লেবানন বিএনপির প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব, উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম, আবদুল হালিম, ভাষানী মোল্লা,জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবদুল কাদের, সৈয়দ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান,আবদুল্লাহ আল মামুন, মোতালেব হোসেন, দফতর সম্পাদক জিএম সুমন, যুব বিষয়ক সম্পাদক আবদুল করিম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান,শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ক্যাশিয়ার নুরের জমান নুর, প্রচার সম্পাদক ইমরান নাসির, মহিলা সম্পাদক জাহানারা আক্তার সাথী সহ খন্দকার প্রীতি আক্তার।
দীর্ঘ আলোচনা সভায় সে সময় নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, বিশ্বে কোনো দেশের সরকার জুলুম করে বেশিদিন টিকে থাকতে পারে নেই। মধ্যরাতের ভোট ডাকাতের আওয়ামী লীগ সরকারও বেশী দিন টিকে থাকতে পারবেনা। তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে শুধু সময়ের ব্যাপার। কেন্দ্রীয় দিক-নির্দেশনা মেনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন তারা।
এছাড়াও ফেব্রুয়ারি মাস "মাতৃভাষা দিবস" মাস। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সিদ্ধান্ত গৃহীত হয় সেই জরুরী আলোচনা সভায়।