ফরিদগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ১০:২৭ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদা দাবির ৫০ হাজার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে ঘরের পিলারের সাথে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৯ মে) বিকাল ৩টায় উপজেলার সোসাইচর গ্রামের চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় পাটওয়ারী বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির ইউসুফ মোল্লা ও তার ছেলে ফাহাদ এবং মোস্তফাসহ ৫/৭জন পূর্ব শত্রুতার জের ধরে আচমকা পাটোয়ারী বাজার খান ইলেকট্রনিক এর সামনে ব্যবসায়ী মুরাদকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে পরে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং খান ইলেকট্রনিক এর দোকান ভাঙচুর করে।
একই ঘটনাকে কেন্দ্র করে মুরাদের বড় ভাই ফরিদ আহমেদ কে রাস্তা থেকে ধরে নিয়ে ইউসুফ মোল্লার ঘরে নিয়ে শিকল ও গামছা দিয়ে হাত পা বেঁধে মারাত্মক লাঠিপেটা করে, এখবর পেয়ে বাজার ব্যবসায়ী জসিম উদ্দীন, শাহরিয়া, আজিজ, ফরিদসহ অন্যান্যরা গিয়ে ফরিদকে উদ্ধার করে।
এ ব্যাপারে ৯৯৯ এ ফোন করলে ফরিদগঞ্জ থানার এএসআই ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ মুরাদ এবং ফরিদকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী মুরাদ জানান গত তিনদিন আগে ইউসুফ মোল্লার ছেলে ফাহাদ হোসেন আমার দোকানে গিয়ে ৫০,০০০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।