জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঝালকাঠির সন্তান ড. মশিউর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মো.মশিউর রহমান। তিনি ২০১৭ সালের ৯মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ'র অনুমোদনক্রমে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ অনুমোদন করেন শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আইন ১৯৯২ সালের ১১(১) ধারায় জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করেন শিক্ষা মন্ত্রণালয়।
ড. মো. মশিউর রহমান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা একজন স্কুল শিক্ষক। অধ্যাপক মশিউর সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি ও একই প্রতিষ্ঠান থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জণ করেন।