পাঠদান কার্যক্রম পরিচালনা করায় শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০১:১৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় বেসরকারি বিদ্যালয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শহরের কলেজ রোডে সৃষ্টি সেন্ট্রার স্কুল ও কলেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনে শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।