বগুড়ার শাজাহানপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৩৭ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ ২৫ জনের নামে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার শাজাহানপুরের ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বগুড়া জেলা ছাত্রদলের সদস্য দুঃসময়ের কান্ডারী আব্দুল্লাহ ছোটন, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেন ও মাশফিকুর রহমান মামুনের নেতৃত্বে মাঝিড়া বন্দর নাসির উদ্দিন কিন্ডার স্কুল থেকে মিছিল নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে শাজাহানপুর প্রেসক্লাবে পৌঁছালে পুলিশি ধাওয়ায় বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান, পারভেজ শিপন, শামিম, রবিউল, শাহিন, তুষার, সাগর, রাকিবুল, নাজমুল, সুফিয়ান, মেহেদী রহমান, তুহিন, আকতার, মনজুরুল, হৃদয়, সিয়াম, জাহিদ প্রমুখ।