জীবননগরে বিএনপি প্রার্থীর অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:২০ পিএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নির্বাচনী অফিসে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের চেয়ার-টেবিল ভাংচুর, ব্যানার ও পোস্টারে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ধানের শীষের প্রার্থী শাহজাহান কবীর অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যায় অফিসে এসে বসেছিলাম। এ সময় মোটরসাইকেলযোগে ৫০-৬০ জন দুর্বৃত্ত আমাদের নির্বাচনী অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায়। অফিসের চেয়ার-টেবিলসহ সব ধরনের আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। আগুনে পুড়িয়ে দেয়া হয় ব্যানার ও পোস্টার।
শাহজাহান কবীর বলেন, হামলার সময় আমরা সরে যাওয়ায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।